• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

উপস্থাপক ছাড়া অস্কার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ২২:১১
অস্কার ৯২
ছবি সংগৃহীত

প্রতি বছরই উপস্থাপনা অস্কারে কে উপস্থাপনা করবেন-এ নিয়ে দর্শকের কৌতূহল থাকে। কিন্তু ৯২তম অস্কার অনুষ্ঠিত হবে উপস্থাপক ছাড়া।

জানা গেছে, আসছে ৯ ফেব্রুয়ারি ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় অস্কার দেয়া হবে।

এবার বিজয়ীদের হাতে বিভিন্ন বিভাগের পুরস্কার তারকারা তুলে দেবেন। পুরোনো রীতিতেই দেয়া হবে পুরস্কার, শুধু থাকবে না উপস্থাপক।

এই পুরো ঘটনার পিছনে কেভিন হার্ট ইস্যুই অন্যতম কারণ বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা। ২০১৯ সালের অস্কারের অনুষ্ঠানে সঞ্চালক হিসাবে প্রথমে নির্বাচিত করা হয়েছিল অভিনেতা তথা কমেডিয়ান কেভিন হার্টকে। কিন্তু কেভিনের পুরনো কিছু টুইট ভাইরাল হয়। ওই টুইটে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন কেভিন। এ ব্যাপারে তাকে ক্ষমা চাইতে বলেছিল অস্কার কর্তৃপক্ষ। কেভিন তাতে রাজি হননি এবং অস্কার কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেয় তিনি অনুষ্ঠানের সঞ্চালনা করবেন না।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh