• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল শুক্রবার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ১৯:৪৫
ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল ২০২০
ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল ২০২০

‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভাল ২০২০’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১০ জানুয়ারি) নীলক্ষেতের ‘রুহুল কুদ্দুস মিলনায়তনে’ উৎসবটি আয়োজন করবে পাহাড়-পর্বত বিষয়ক কমিউনিটি প্ল্যাটফর্ম ‘অদ্রি’।

উৎসবে বিভিন্ন দেশের আটটি অ্যাডভেঞ্চার ও আউটডোর স্পোর্টস ঘরানার চলচ্চিত্র প্রদর্শিত হবে।

আয়োজকরা জানিয়েছেন, দুই পর্বে বিভক্ত উৎসবটি সকাল ১০টায় শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বিরতির পর তা আবার শুরু হবে বিকাল সাড়ে ৪টায় এবং চলবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

সকালের পর্বে দেখানো হবে ‘১২১’, ‘হর্স পিস্ত’, ‘সেফ হেভেন’ এবং ‘দিস মাউন্টেইন লাইফ’। বিকেলে দেখানো হবে ‘রিটার্ন টু আর্থ’, ‘দ্য হাই রোড’, ‘দ্য নোজ স্পিড রেকর্ড’ এবং ‘ইউনাইটেড স্টেটস অব জো’স’। প্রতি পর্বের জন্যে প্রবেশ মূল্য ১০০ টাকা।

মানুষকে পাহাড়ের সাথে পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে আদ্রি নামের সংগঠনটির আত্মপ্রকাশ। সেই লক্ষ্যকে সামনে রেখেই ‘ঢাকা মাউন্টেইন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’ আয়োজন করেছে তারা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh