• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দিল্লিতে নাচোলের রাণী

অনলাইন ডেস্ক
  ০৫ আগস্ট ২০১৬, ১১:৪৩

জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড'র 'নাচোলের রাণী' ছবিটি এবার ভারতের দিল্লিতে 'বাংলা সিনে উৎসব ২০১৬'তে প্রদর্শিত হতে যাচ্ছে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ছবিটি দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। ছবিটি দেখানো হবে ৪ সেপ্টেম্বর। উৎসবে বাংলাদেশের নির্মাতা অনন্ত হিরা পরিচালিত 'ও আমার দেশের মাটি' দেখানো হবে ২ সেপ্টেম্বর।

উৎসবে দেখানো হবে, কলকাতার 'প্রাক্তন', 'লড়াই', 'সিনেমাওয়ালা' ও বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত 'শঙ্খচিল'।

এ ব্যাপারে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড আরটিভি অনলাইনকে জানালেন, 'বাংলা সিনে উৎসবে যোগ দিতে ২ সেপ্টেম্বর দিল্লি যাবেন। ইলা মিত্রের নেতৃত্বে সংগঠিত তেভাগা আন্দোলনের অংশ নাচোল কৃষক সাঁওতাল বিদ্রোহ । এটি তার প্রথম চলচ্চিত্র।'

ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত 'নাচোলের রাণী'র পরে সমাজ সচেতন ও জীবনমুখী ছবির এই নির্মাতা ২০০৯ সালে 'গঙ্গাযাত্রা' নামে একটি ছবি করেন। যেটি জাতীয় চলচ্চিত্র শাখায় (৮টি সেক্টরে) এবং আন্তর্জাতিক (৪টি সেক্টরে) পুরস্কার পায়। এছাড়াও তার পরিচালিত 'অন্তর্ধান' ছবিটি দেশ-বিদেশে বেশ আলোড়ন তোলে।

এ ব্যাপারে ডায়মন্ড বললেন, 'ওয়াটার ক্রাইসিস এই ছবির মূল বিষয়বস্তু। এটি শুধু বাংলাদেশে নয় সারাবিশ্বের মানুষের ছবি এটি। ভাটির দেশের মানুষ উজান দেশের বাঁধের কারণে যে সমস্যার মধ্য পড়ে এটি দেখানো হয়েছে।। অনেক ক্ষেত্রেই নদী চরে পরিণত হচ্ছে। এমন নানা অসঙ্গতি কিংবা সমস্যা ছবিতে তুলে ধরেছি।'

অহিদুজ্জামান ডায়মন্ড এখন তৈরী করছেন 'বাষ্পস্নান'। নতুন এ ছবিতে অভিনয় করছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা আইরিন সুলতানা ও কলকাতার বিকল্পধারার জনপ্রিয় অভিনেতা সমদর্শী দত্ত।

জীবনমুখী এই নির্মাতা বললেন, 'আমি সুস্থধারা কিংবা বাস্তবধর্মী গল্প নিয়ে তৈরী করি। আমার প্রতিটি ছবিতেই প্রেম আছে, গান আছে, প্রয়োজন মতো সব কিছুই আছে। বাষ্পস্নান ছবিটির বেশিরভাগ শুটিং শেষ। বাকি অংশের কাজ খুব দ্রুত শেষ করার পরিকল্পনা আছে। ছবিটি নিয়ে আপাতত এর বেশি কিছু বলতে চাই না।'

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh