logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০, ৭ আশ্বিন ১৪২৭

নিক-প্রিয়াঙ্কার চুম্বনের ভিডিও ভাইরাল

  বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

|  ০৭ জানুয়ারি ২০২০, ১৫:৩৩
নিক-প্রিয়াঙ্কা
নিক-প্রিয়াঙ্কা
মার্কিন গায়ক নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়া দম্পতিকে নিয়ে ভক্তদের মাতামাতি একটু বেশিই। নিকের চেয়ে দশ বছরের বড় প্রিয়াঙ্কা।

জাত-ধর্ম শত সমালোচনার পাহাড় ডিঙিয়ে বিয়ের পিঁড়িতে বসেন তারা। ভালোবাসার শক্তি তাদের এমন সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। দিন শেষে এক ছাদের নিচে বসবাস করছেন নিক-প্রিয়াঙ্কা। সুখের সংসার তাদের। 

ভারতীয় গণমাধ্যমের খবর, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হননি তারা দু’জনে। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা উপস্থিত হতেই হয়ে যান আকর্ষণের কেন্দ্রবিন্দু। গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে প্রিয়াঙ্কা পরেছিলেন গোলাপি রঙের গাউন। তার গলায় ছিল হীরার নেকলেস।

এদিন নিকের পরনে কালো ব্লেজার ও ট্রাউজার্স। অনুষ্ঠানের মঞ্চে ক্যামেরা ঘিরে ধরে তাদের। ক্যামেরার সামনে প্রিয়াঙ্কাকে চুম্বন দিতে ঠোঁট এগিয়ে আনেন নিক। তা দেখে হেসে ফেলেন বলিউডের প্রিয়াঙ্কা।

ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করেন তারা। ভিডিওতে দেখা যায়, চুম্বনের ফলে নিকের ঠোঁটে লেগে যায় লিপস্টিক। সেই লিপস্টিক নিজেই মুছে দেন প্রিয়াঙ্কা। ভিডিওটি হুহু করে ভাইরাল হয়েছে।

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৪৪২৬৪ ২৫০৪১২ ৪৮৫৯
বিশ্ব ৩,০১,২৬,০২০ ২,১৮,৭৪,৯৫৭ ৯,৪৬,৭১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়