• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আজ কত হলো মিশা সওদাগরের বয়স?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জানুয়ারি ২০২০, ১৬:২৮
Misha Shawdagor Shahid Hasan
ছবি সংগৃহীত

মিশা সওদাগর চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ১৯৮৬ সালে। এফডিসি আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন তিনি।

ছটকু আহমেদ পরিচালিত ‘চেতনা’ ছবিতে নায়ক হিসেবে অভিনয় করেন ১৯৯০ সালে। ‘অমরসঙ্গী’ ছবিতেও তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেন।

পরবর্তীতে তমিজ উদ্দিন রিজভীর‘আশা ভালোবাসা’ ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় শুরু করেন। এরপর একে একে সাতটি ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হন তিনি।

১৯৯৪ সালে ‘যাচ্ছে ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক হিসেবে পর্দায় উপস্থিত হন মিশা। প্রায় ৩০ বছরের অভিনয় জীবনে খলচরিত্রে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন তিনি।

খল অভিনেতা হিসেবে প্রায় ৯০০ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। আজ ৪ জানুয়ারি মিশার জন্মদিন। উইকিপিডিয়া বলছে, ১৯৬৬ সালে আজকের এইদিনে জন্মগ্রহণ করেন মিশা। সেই হিসেবে ৫৪ বছরে পা রাখলেন তিনি। এইদিনে ভক্ত, সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন মিশা। সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়েছেন এই অভিনেতা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ধোঁয়াশা
মুক্তির অনুমতি পেল ‘ডেডবডি’
মনে হচ্ছে মা সর্বত্রই আমাকে দেখছেন : মিশা সওদাগর
এফডিসিতে ডিপজল-মিশার মাসব্যাপী ইফতার আয়োজন
X
Fresh