• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন মালা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৯
মালা
ছবি আরটিভি অনলাইন

প্রবাসী সঙ্গীতশিল্পী মালা ইউটিউব ক্রিয়েটর হিসেবে আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ সোমবার বিকেলে ভিন্নধর্মী গানের এই শিল্পীর সঙ্গে আরটিভির পক্ষ থেকে চুক্তিপত্র করেন চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির প্রধান কার্যালয়ে চুক্তিপত্র স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ ব্যাপারে মালা বলেন, আমার 'মালা টিভি' ইউটিউব চ্যানেলটি আরটিভি ডিজিটালের তত্ত্বাবধানে থাকবে। এরই মধ্যে দর্শকরা চ্যানেলটিতে বেশকিছু কন্টেন্ট পেয়েছেন। এখন থেকে নিয়মিত নতুন গান ও কন্টেন্ট নিয়ে দর্শকের মাঝে হাজির হবো।

অস্ট্রেলিয়া প্রবাসী সঙ্গীতশিল্পী মালা সময় পেলেই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছুটে আসেন। সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। থাকবেন কিছুদিন।

মালার শ্রোতাপ্রিয় গানের মধ্যে রয়েছে- যারে ভেবে দিন কেটে যায় মনের গহীন ঘরে/যার আশাতে মনের ভেতর সুখের বৃষ্টি ঝড়ে, চোখের দেখা সবকিছু নয় মনের দেখা বাকি, ভেতর বলে বাহির কান্দে, ঢাকাসহ বেশকিছু গান।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh