• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সৃজিত মুখার্জির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দিতে হলো জরিমানা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৭
টালিউড পরিচালক, সৃজিত মুখার্জি, অভিযোগ, জরিমানা
সৃজিত মুখার্জি

ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে আইন ভাঙার অভিযোগ উঠেছে টালিউড পরিচালক সৃজিত মুখার্জির বিরুদ্ধে। বন্যপ্রাণী আইন অনুযায়ী, জাতীয় উদ্যান ও সংলগ্ন এলাকায় শুটিং করতে অনুমতি প্রয়োজন। পশুপাখিদের নিরাপত্তার কারণে ড্রোন উড়িয়ে শুটিং করা নিষিদ্ধ। কিন্তু সৃজিত ড্রোন উড়িয়ে ভুল করেছেন। আর এজন্যও নাকি তাকে জরিমানা গুনতে হয়েছে। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ বিষয়টি জানায়।

ভারতের গরুমারা জাতীয় উদ্যানে শুটিংয়ের সময় ড্রোন উড়িয়েছেন তিনি। ফেলুদা ওয়েবসিরিজের শুটিং করছিলেন তিনি।

জানা যায়, প্রথম থেকেই দর্শকের ভূমিকায় ছিলেন বন কর্মীরা। তাদের দাবি, অনুমতির কথা জানিয়েছিল শুটিংয়ের লোকেরা। সকাল থেকে মূর্তি নদীর পারে শুটিংয়ের ব্যস্ততা ছিল। বেড়াতে গিয়ে সমস্যায় পড়েছিলেন পর্যটকরাও। সংবাদ মাধ্যমের ক্যামেরা যাওয়ার পর তৎপর হয় বনদপ্তর। বন্ধ করে দেওয়া হয় শুটিং।

একই দিন সৃজিত মুখার্জির শুটিং টিমের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে।

৩ জানুয়ারি পর্যন্ত মূর্তি এলাকায় শুটিং হওয়ার কথা। ড্রোন ওড়ানো নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানান, জঙ্গলের সীমানা জানতেন না তিনি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
টাকা দেওয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডিপজল
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
X
Fresh