logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

ভারত সফরে জ্যাকি চ্যান

ভারতে ছবির প্রচারণা চালাতে এলেন হলিউডের অ্যাকশন তারকা জ্যাকি চ্যান। আসছে ফেব্রুয়ারি ৩ তারিখ মুক্তি পেকে যাওয়া তার সিনোমা 'কুং ফু ইয়োগা'র প্রচারেই বলিপাড়ায় এসেছেন তিনি। সিনেমায় থাকছেন ভারতীয় অভিনেতা সোনু সুদ, আমিরা দস্তুর ও দিশা পাটানি।

হিন্দুস্তান টাইমস জানায়, সফরকালে দ্য কপিল শর্মা শোয়ে নিজের সিনেমাটির প্রোমোশন করবেন জ্যাকি। এরইমধ্যেই শুটিং সেরে ফেলেছেন। জনপ্রিয় এ রিয়ালিটি শোতে ছিলেন সোনু সুদও।

ভারতের গণমাধ্যমগুলো জানায়, এবারের সফরে জ্যাকির জন্য ডিনারের আয়োজন করেছেন বলিউড ভাইজান সালমান খান।

এর আগে গেলো বছর মার্চে ভারত সফরে ইন্দো-চাইনিজ এ সিনেমাটির শুটিংয়ের জন্য ভারত সফর করেন তিনি।

ওয়াই/এমকে

RTV Drama
RTVPLUS