• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ধারাবাহিক নাটকে সম্মাননা দেবে আরটিভি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ জানুয়ারি ২০১৭, ১২:১০

ষষ্ঠবারের মতো আরটিভি আয়োজন করতে যাচ্ছে স্টার অ্যাওয়ার্ড। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আসছে ২৭ জানুয়ারি লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৬ দেয়া হবে।

এবারের লাক্স-আরটিভি স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরটিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক বিভাগে সম্মাননা দেয়া হবে। ৯টি নাটকে রচনা, পরিচালনা, কেন্দ্রীয় চরিত্র পুরুষ, কেন্দ্রীয় চরিত্র নারী, প্রধান চরিত্র পুরুষ ও নারী ক্যাটাগরিতে এসব পুরস্কার দেয়া হবে। ৯টি নাটকে মনোনয়ন পেয়েছেন মোট ৩১ জন শিল্পী।

আরটিভিতে ২০১৬ সালে প্রচারিত ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ রচনার মনোনয়ন পেয়েছেন-

আকাশ রঞ্জন, নাটক-নোয়াশাল, মাসুম রেজা, নাটক- দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার, ফজলুল হক আকাশ, নাটক-শান্তি অধিদপ্তর, সাগর জাহান, নাটক-চুপ, ভাই কিছু ভাবছে, মাসুদ সেজান, নাটক-মানি ইজ প্রবলেম এবং কাজী শহীদুল ইসলাম, নাটক-বউ তুমি কার।

শ্রেষ্ঠ পরিচালনার জন্য মনোনয়ন পেয়েছেন মীর সাব্বির- নোয়াশাল, সালাউদ্দিন লাভলু-দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার, অরণ্য আনোয়ার-বহুরূপী, রায়হান খান-সম্পর্ক, মাসুদ সেজান-মানি ইজ প্রবলেম।

কেন্দ্রীয় চরিত্র পুরুষ ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন রওনক হাসান, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও মাহফুজ আহমেদ।

কেন্দ্রীয় চরিত্র নারী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন অহনা, সাদিয়া জাহান প্রভা, শখ, জাকিয়া বারী মম, তারিন জাহান, নুসরাত ইমরোজ তিশা ও শর্মীমালা।

প্রধান চরিত্র পুরুষ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন খায়রুল আনাম সবুজ, আরফান আহমেদ, মামুনুর রশিদ, আবুল হায়াত, ডা. এজাজ, আ খ ম হাসান।

প্রধান চরিত্র নারী নমিনেশন পেয়েছেন ডলি জহুর, সুষমা সরকার, ওয়াহিদা মল্লিক জলি, নাজনীন, চুমকি ও নোভা, তানিয়া আহমেদ, শামীমা নাজনীন।

জুরি বোর্ডের নম্বর এবং দর্শকদের পাঠানো এসএমএস’র ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরিতে একজনকে সম্মাননা দেয়া হবে।

আরকে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh