• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নড়াইলে নৃত্যশিল্পী উদয়শঙ্করের জন্মজয়ন্তী পালন

নড়াইল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:১৮
নড়াইল নৃত্যশিল্পী উদয়শঙ্কর

নড়াইলে জন্মগ্রহণকারী বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী উদয়শঙ্করের ১১৯তম জন্মজয়ন্তী পালিত হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল নৃত্যকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শুরু হয়। এরপর মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি আনজুমান আরা, সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডু, মহিলা লীগ সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট রওশন আরা কবীর, আঞ্জুমান আরা বেগম, নড়াইল নৃত্যকলা একাডেমির সভাপতি ইসমত আরা প্রমুখ।

পরে একই মঞ্চে ভারত ও বাংলাদেশের নৃত্যশিল্পীরা নানা ধরনের নাচ পরিবেশন করেন। সবশেষে যশোরের নৃত্যশিল্পী ও শিক্ষক সঞ্জীব চক্রবর্তীকে উদয়শঙ্কর পুরস্কার প্রদান করা হয়।

নৃত্যগুরু উদয়শঙ্কর নড়াইলের কালিয়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯০০ সালের ৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন।

পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ এপ্রিল নড়াইলে শুরু হবে ‘সুলতান মেলা’
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
নৃত্যশিল্পী ও পরিচালকদের মতবিনিময় সভা
অন্তঃসত্ত্বা গৃহবধূকে পেটালেন ইউপি সদস্য, সাংবাদিককে হত্যার হুমকি
X
Fresh