logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৪২

বিয়ের পর নাম পরিবর্তন মিথিলার!

মিথিলা, সৃজিত
ছবি সংগৃহীত
রাফিয়াত রশিদ মিথিলা ও পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির রেজিস্ট্রি বিয়ে হয়েছে শুক্রবার (৬ ডিসেম্বর)।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মিথিলার মা, বাবা ও তাদের ঘনিষ্ঠরা। ছিল মিথিলার মেয়ে। সৃজিতের মা ও বোনও উপস্থিত ছিলেন। শোবিজের কয়েকজনও ছিলেন।

মিথিলা-সৃজিতের বিয়ে নিয়ে দুই বাংলার মানুষের কৌতূহল রয়েছে। বিয়ের পর পরই নাম পরিবর্তন করলেন মিথিলা। নিজের ইন্সটাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে ‘মি. অ্যান্ড মিসেস. রশিদ মুখার্জি’ লিখে এভাবেই নিজেই নতুন পরিচয় জানিয়েছেন। মিথিলাকে এখন মিসেস মুখার্জি বলেই ডাকতে হবে।

বছর খানেক আগে গায়ক অর্ণবের একটি মিউজিক ভিডিও উপলক্ষে মিথিলার সঙ্গে আলাপ হয়েছিল সৃজিতের। অল্পদিনের মধ্যেই তাদের মধ্যে সখ্য গড়ে উঠেছিল। তাদের মধ্যেকার বন্ধুত্ব যে বেশ গভীর সে কথা তারা স্বীকারও করেছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট একসঙ্গে থাকার শপথ নিয়ে সংসার জীবনে পা রাখেন তাহসান-মিথিলা। টানা ১১ বছর সংসার করেছেন তারা। অবশেষে তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের ২০ জুলাই। তাদের দাম্পত্য জীবনে একমাত্র কন্যা সন্তান আইরা তাহরিম খান।

এম

RTV Drama
RTVPLUS