• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রাজকুমার আমিন খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ডিসেম্বর ২০১৯, ১২:১৭
পলি শারমিন, আমিন খান,

এক দেশে ছিল এক রাজকন্যা। তার ইচ্ছা এক স্বপ্নের রাজকুমার এসে তাকে নিয়ে যাবেন। রাজকুমারী অধীর আগ্রহে বসে আছেন তার স্বপ্নের রাজকুমারের জন্য। তার রূপের মায়ায় আর ভালোবাসার টানে অবশেষে রাজকুমার আসলেন । ধরা দিলেন রাজকুমারীর কাছে। পাঠক, এটি কোনও রূপকথার গল্প না। এটি একটি গানের গল্প-কথা।

‘বাংলাদেশী রাজকুমারী’নামে নতুন একুট গান নিয়ে আসছেন এই প্রজন্মের কন্ঠশিল্পী পলি শারমিন। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীতায়জন করেছেন শওকত আলী ইমন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

এফডিসির ৪ নম্বর ফ্লোরে পাঁচটি আলাদা সেট নির্মাণ করে হয়েছে গানটির শুটিং। কোরিওগ্রাফিও ভিডিও পরিচালনা করেছেন হাবিব রহমান। আর এতে রাজকুমার হয়ে হাজির হয়েছেন বাংলা সিনেমার স্বপ্নের নায়ক আমিন খান। আর রাজকুমারী পলি শারমিন তো থাকছেনই।

আমিন খান জানালেন, গানটিতে তার রাজকুমার হয়ে হাজির হওয়ার কথা-‘মিউজিক ভিডিওতে কাজ করার অনেক অফার পেয়েছি, কিন্তু ঐভাবে করা হয়নি। গত বছর এক শিশু শিল্পীর একটি গানের মডেল হয়েছিলাম। আর এই গানটিতে রাজকুমার হয়ে হাজির হয়েছি। গানটির মধ্যে অন্যরকম একটা দোলা আছে। ফোক-আধুনিকের এক দারুণ মিশেল। শওকত আলী ইমন ফিউশনের ক্ষেত্রে বস। তিনি সংগীত করেছেন শুনেই মডেল হতে রাজি হয়েছি।’

গানটি নিয়ে পলি শারমিন বলেন-‘অনেক দিন ধরেই গান করছি। সব সময় চেয়েছি একটা মনের মতো মৌলিক গান তৈরি করব। এবার সেই চাওয়া পূর্ণ হয়েছে। গানটির ভিডিওতেও নতুনত্ব আনার চেষ্টা করেছেন পরিচালক। আশা করছি, গানের মতো ভিডিওটিও সবার ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন সুত্রে জানা যায়, আগামী ১০ ডিসেম্বর শিল্পী পলি শারমিনের জন্মদিন। ঐ দিনই গানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৭ এপ্রিল)
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
X
Fresh