logo
  • ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২০, ১৪ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৬
আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৪:০৩

শ্রাবন্তী নাকি রোশান, কে কাকে ছাড়ছেন না?

টালিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার প্রেমিক রোশান সিংকে নিয়ে আলোচনার শেষ নেই।
রোশান সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
টালিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার প্রেমিক রোশান সিংকে নিয়ে আলোচনার শেষ নেই। বেশ লুকোচুরি করে চলতি বছরের ১৯ এপ্রিল ভারতের অমৃতসরে পাঞ্জাবি রীতিতে বিয়ে করেন তিনি।

খবর এসেছে, বিয়ের পর বর রোশানকে গলায় ঝুলিয়ে ঘুরছেন শ্রাবন্তী! মজা করে অভিনেত্রী জানান, হ্যান্ডসাম তো হাতছাড়া হয়ে যাবে। বড় বড় ইভেন্টে প্রায় বগলদাবা করে ঘুরছেন রোশনকে নিয়ে। শীতকালে বড় বড় ইভেন্ট হয়। সেখানেও দুজনকে একসঙ্গে দেখা যায়। মাঝেমধ্যে শহর থেকে অনেক দূরে যান অভিনেত্রী। সেখানেও সঙ্গে যাচ্ছেন রোশান।

আরও একটা বিষয় লক্ষণীয়। ইদানীং যেখানেই যাচ্ছেন শ্রাবন্তীর সঙ্গে একটি জিনিস থাকে। তা হলো গলায় মঙ্গলসূত্র। শুটিং ছাড়া গলা থেকে এই মঙ্গলসূত্র নামান না। এ বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে অভিনেত্রী বলেন, হ্যান্ডসাম বর যেন হাতছাড়া না হয় সেজন্য এই পন্থা। আর দেখাতে চাই যে পোশাকই আমরা পরি তার সঙ্গে মঙ্গলসূত্র পরতে কোনও সমস্যা নেই। বিয়ের সঙ্গে মঙ্গলসূত্রের এক গভীর যোগসূত্র রয়েছে। স্বামীর মঙ্গলকামনায় বিবাহিত নারীরা মঙ্গলসূত্র পরেন। কিন্তু সেটা যে সব রকম পোশাকের সঙ্গে স্টাইল হিসেবেও পরা যায়, তারই প্রমাণ করলেন অভিনেত্রী।

সুযোগ পেলে শ্রাবন্তী-রোশান দু’জনে বেড়াতে যান। শ্রাবন্তী ব্যস্ত থাকলে, তার ছেলের সঙ্গেও অনেকটা সময় কাটান রোশান।

নতুন তিনটি ছবি আছে শ্রাবন্তীর হাতে। এছাড়াও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে। তাই ব্যস্ততার চূড়ান্তে নায়িকা। কিন্তু সবার মাঝে শ্রাবন্তীর জীবনে রোশানের উপস্থিতিই এখন নজর কাড়ছে। যদিও প্রশ্ন উঠছে শ্রাবন্তী নাকি রোশান, কে কাকে ছাড়ছেন না?

আরো পড়ুন

জিএ  

RTVPLUS