logo
  • ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯, ২৯ অগ্রহায়ণ ১৪২৬

ভক্তের কাণ্ডে বিরক্ত সারা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০২ ডিসেম্বর ২০১৯, ২০:৪৮
সারা আলী খান
হালের ক্রেজ নায়িকা সারা আলী খান ছুটি কাটাতে নিউ ইয়র্কে গিয়েছিলেন। মুম্বাই এয়ারপোর্টে ফিরে এক ভক্তের অশোভন আচরণের শিকার হলেন নায়িকা। সঙ্গে সঙ্গেই বেশ বিরক্তি প্রকাশ করেন তিনি।

সারা ভদ্র স্বভাবের বিনয়ী একজন নায়িকা একথা সবারই জানা। যেকোনো সময়ই ভক্তদের সেলফির আবদার কখনও ফেরান না। সেদিন এয়ারপোর্ট থেকে বের হতেই একের পর এক ভক্ত আসতে থাকে সেলফির আবদার নিয়ে।

হঠাৎ একজন সারার কাঁধে হাত দিয়ে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলতে গেলেই ছিটকে সরে যান অভিনেত্রী। এ সময় উত্তেজিত সারাকে বলতে শোনা যায়, ‘আপ টাচ কিউ কর রহে হো!’ যদিও এরপর সেই ভক্তের সঙ্গে দূরত্ব বজায় রেখে সেলফি তোলেন সারা।

ঘটনাটি উপস্থিত ফটোসাংবাদিকদের কেউ একজন ভিডিও করেন। আর ভিডিওটি ছড়িয়ে পড়তেই সারা ভক্তরা ওই ব্যক্তির সমালোচনায় সরব হন।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়