• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ইমরান-শফিকুলের গানে অর্ণব-আন্নী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ ডিসেম্বর ২০১৯, ১৬:১১
ইমরান, শফিকুল, অর্ণব, আন্নী,

শফিকুলের গানে অর্ণব-আন্নীর প্রথম অভিজ্ঞতা বিচারক-প্রতিযোগী অথবা গুরু-শিষ্য, দুটোই চলে ইমরান-শফিকুলের চলমান সম্পর্ক বিবেচনা করলে। যার প্রথম রেশ পাওয়া যায় গত আগস্টে ‘ভাবতে ঘেন্না লাগে’ গানচিত্রটির মধ্যদিয়ে। সিএমভি’র ব্যানারে প্রকাশিত সেই গানটি দিয়ে দারুণ আলোচনায় আসেন শফিকুল।

প্রথম মৌলিক গানের সফলতার রেশ কাটতে না কাটতে চার মাসের ব্যবধানে আবারও নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ইমরান-শফিকুল জুটি। গানটির নাম ‘মন বইলা কিছু নাই’। স্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান। আর গল্প নির্ভর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

উল্লেখযোগ্য তথ্য হলো, এই গানের ভিডিওর মাধ্যমে প্রথম দুটি ঘটনা ঘটলো অভিনেতা অর্ণব অন্তু ও মডেল আন্নী মাচ্ছানিয়াদের ক্যারিয়ারে। একটি হলো, এবারই প্রথম অর্ণব অন্তু কোনও গ্রামীণ আবহের মিউজিক ভিডিওতে কাজ করলেন। অন্যটি হলো, মডেল আন্নী মাচ্ছানিয়াদ এবারই প্রথম কোনও মিউজিক ভিডিওতে কাজ করলেন।

গানটির ভিডিওতে কাজ করা প্রসঙ্গে অর্ণব বলেন, ‘প্রথম কথা হলো গানটি অসম্ভব সুন্দর। অনেক আবেগী। সবচেয়ে বড় কথা, আমি এ জীবনে এত ছোট মানুষের কণ্ঠে এমন অসাধারণ গান আর শুনিনি। আমি সত্যিই বিস্মিত শফিকুলের কণ্ঠ শুনে। সেজন্যই, এবারই প্রথম গ্রামের চরিত্রে অভিনয় করতে দ্বিধা করিনি।’

অন্যদিকে গানটির সংগীত পরিচালক ইমরান বলেন, ‘আমি আগেও বলেছি, শফিকুলকে আমাদের ধরে রাখতে হবে। কারণ, এমন কণ্ঠ সচরাচর মেলে না। সেই ভাবনা থেকেই প্রথম গানটি নিজ আগ্রহে করি। প্রকাশের পর অবিশ্বাস্য সাড়া পাই সবার কাছ থেকে। এরপর থেকেই আমাদের নতুন গানের জন্য চারদিক থেকে প্রেসার অনুভব করি। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকেও আগ্রহ পাই। এটুকুই বলবো, প্রথমটির চেয়েও এবারের গানটি বেশি ভালো হয়েছে। অডিও-ভিডিও মিলিয়ে। শফিকুলকে নিয়ে এভাবে আরও কাজ করে যেতে চাই।’

গানটির ভিডিওর মূল দুটি চরিত্রে অর্ণব-আন্নী অভিনয় করলেও, সংগীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে ইমরান-শফিকুলকে।

৫ ডিসেম্বর সিএমভি’র ইউটিউব চ্যানেলসহ দেশের বিভিন্ন অডিও-ভিডিও স্ট্রিমিং সাইটে অবমুক্ত করা হবে ‘মন বইলা কিছু নাই’ গানচিত্রটি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মুগদা সড়কে উচ্ছেদ অভিযান স্থগিত করলেন হাইকোর্ট
বৃষ্টি প্রার্থনায় রাজধানীতে ইসতিসকার নামাজ আদায়
সার্টিফিকেট জালিয়াতি, যা বললেন কারিগরির সাবেক চেয়ারম্যান
ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
X
Fresh