• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গণধর্ষণের অপরাধে গায়কের কারাদণ্ড

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ ডিসেম্বর ২০১৯, ১৩:১৬
জুং জুন-ইয়ং
ছবিতে জুং জুন-ইয়ং

বিশ্বব্যাপী দক্ষিণ কোরিয়ার পপ ঘরানার মিউজিক কে-পপ বেশ পরিচিতি পেয়েছে। সেই সঙ্গে পরিচিতি পেয়েছেন কে-পপ তারকা জুং জুন-ইয়ং। সিউল কেন্দ্রীয় জেলা আদালত গণধর্ষণের অপরাধে এই তারকাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন।

একই অপরাধে তার আরেক সঙ্গী, সুরকার চুই জং-হুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। দুজনকেই যৌন সহিংসতা চিকিৎসার জন্য ৮০ ঘণ্টার কাউন্সেলিংয়ে অংশ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার আদালতে এই রায় ঘোষণার পর দুজনেই কান্নায় ভেঙে পড়েন। এফটি আইল্যান্ড ব্যান্ডের সাবেক এই সদস্য এর আগেও ২০১৬ সালে গণধর্ষণের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। দুটি ভিন্ন অনুষ্ঠানে ভিন্ন দুই নারীকে ধর্ষণের প্রমাণ মিলেছে।

শুধু তা-ই নয়, মাতাল ও অচেতন ওই দুই নারীকে ধর্ষণের ভিডিও ধারণ করেছেন জুং জুন-ইয়ং। এ বছরের মার্চে ভিডিও শেয়ার করেছেন ব্যক্তিগত একটি অনলাইন গ্রুপে। সেখান থেকে ওই ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ গ্রেপ্তার করে তরুণদের ‘আইকন’ এই সংগীতশিল্পী ও গীতিকারকে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাতিরঝিলে ভাসছিল এক ব্যক্তির মরদেহ
ম্যাজিস্ট্রেট আসার খবরে বিয়ের আসর থেকে পালাল বর-কনে
বিঘ্ন হচ্ছে ইন্টারনেট সেবা
যেসব জায়গায় স্বস্তির বৃষ্টি হতে পারে
X
Fresh