logo
  • ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০, ১১ আশ্বিন ১৪২৭

ইন্দোনেশিয়ায় হানিমুনে সাবিলা, আলোচনায় ভিডিও

  বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

|  ১৭ নভেম্বর ২০১৯, ১৮:৩২
সাবিলা নূর
ছোট পর্দার হালের অন্যতম আলোচিত অভিনেত্রী সাবিলা নূর বিয়ে করেছেন। গেল ২৫ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু নেহালকে বিয়ে করেন তিনি।

কয়েকদিন আগে হানিমুনে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন সাবিলা-নেহাল। সেখানে মনোরম এক রিসোর্টে সময় কাটাচ্ছেন নবদম্পতি।

সাবিলা নূর নিজেই ইনস্টাগ্রামে রিসোর্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তার পোস্ট করা ছবি ও ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। তার সুন্দর জীবনের জন্য শুভ কামনার পাশাপাশি লোকেশনেরও প্রশংসা করেছেন অনেকেই।

এর আগে নেহালকে বিয়ের প্রসঙ্গে সাবিলা বলেন, আমাদের তিন বছরের বন্ধুতার সম্পর্ক। আমাকে সে খুব বোঝে। আমার কাজের ব্যাপারেও বেশ সহযোগীতা করে। আমার কঠিন সময়ে ও পাশে ছিল। সেই বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি ভাবতে ভালো লাগছে।

২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন সাবিলা। শুরুতে বেশকিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে থিতু হয়েছেন নাটকে। বর্তমানে নাটক নিয়েই বেশ ব্যস্ত সময় পার করছেন সাবিলা।

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়