logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ নভেম্বর ২০১৯, ১৮:৪৭

ডায়েট না করেও স্লিম দিশা!

বলিউড, আলোচিত অভিনেত্রী, দিশা পাটানি, স্লিম, রহস্য
দিশা পাটানি
এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী দিশা পাটানি। কখনও তিনি পেজ ৩-র শিরোনামে টাইগার শ্রফের সঙ্গে সম্পর্কের জেরে, আবার কখনও নামী বিদেশি ব্র্যান্ডের অন্তর্বাসের সাহসী ফটোশুটের জন্যে বার বার আলোচনায় আসছেন। বছরের বিভিন্ন সময় নানা কারণে আলোচনায় থাকেন তিনি।

তার নির্মেদ শরীর নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। অনেকেই হয়তো ভাবেন, প্রতিদিন কড়া ডায়েট-শাসনে থাকেন দিশা। ধারণাটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। নিয়মকে মাঝে মধ্যে বুড়ো আঙুল দেখিয়ে দিশাও খান ভরপুর খাবার। বিষয়টি জানা গেছে দিশার নতুন ছবি 'রাধে'র শুটিং সেটে।

সম্প্রতি দিশা তার ইনস্টাগ্রামের স্টোরিজে পোস্ট করেছেন পিত্জা্ এবং পেস্ট্রিতে কামড় বসানোর ছবি। আর তার অনুসারীরা এ নিয়ে বেশ বিস্ময় প্রকাশ করেছেন। বলছেন, ডায়েট না করেও স্লিম দিশা! কীভাবে সম্ভব করেছেন অভিনেত্রী। তবে অভিনেত্রী তার স্লিম হওয়ার রহস্য ফাঁস করেননি।

প্রভুদেবা পরিচালিত এই ছবিতে সালমানের সঙ্গে দেখা যাবে দিশাকে। ২০২০ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা 'রাধে' ছবির। এছাড়াও আরও দুটি নতুন ছবিতে দেখা যাবে দিশা পাটানিকে। ছবি দুটি হলো- মোহিত সুরির 'মালং' এবং একতা কাপুরের 'কেনিটা'।

জিএ

RTVPLUS