• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আসিফ আকবর অভিনীত সিনেমা ছাড়পত্র পেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৯, ২২:৫৯
আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ খ্যাত সঙ্গীত শিল্পী আসিফ আকবর অভিনীত 'গহীনের গান' পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্মটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। গেল মঙ্গলবার ছবিটি সেন্সর সনদ পায়।

বাংলাঢোল প্রযোজিত ছবিটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ডিসেম্বরে। পৌনে দুই ঘন্টা ব্যাপ্তির ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সাদাত হোসাইন।

জানা গেছে, নয়টি গানের মেজাজের ওপর ভিত্তি করে লেখা হয়েছে চিত্রনাট্য। সাদাত হোসাইন বলেন, 'এটি গানের ছবি, একইভাবে গল্পেরও। ছবিটিতে গান ও অভিনয় মিলিয়ে এক নতুন আসিফ আকবরকে আবিস্কার করবেন সবাই।

'গহীনের গান'-এ আসিফ ছাড়া আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ, তুলনাসহ অনেকে।

এ ছবির ৯টি গানের বেশির ভাগই লিখেছেন, সুর ও সংগীত পরিচালনা করেছেন তরুন মুন্সী। দুটি গান লিখেছেন রাজীব আহমেদ আর একটি লিখেছেন পরিচালক নিজে। 'বন্ধু তোর খবর কি রে' গানটির সুর করেছেন পল্লব স্যানাল ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
X
Fresh