• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

৬ কিংবদন্তিকে উৎসর্গ করে ফোক ফেস্ট শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৯, ২০:৫৬
ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট
আজকের ছবি

ফকির আব্দুর রব শাহ, সুবীর নন্দী, বারী সিদ্দিকী, শাহনাজ রহমতউল্লাহ, আহমেদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু বাংলা সঙ্গীতের এই ৬ কিংবদন্তিকে উৎসর্গ করে শুরু হলো ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর পঞ্চম আয়োজন।

বৃহস্প‌তিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উৎসবে প্রেমা ও তার দল ভাবনা'র নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিবেশনা শুরু হয়। প্রথমদিনের পরিবেশনা করছেন প্রখ্যাত বাউলশিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি।

জানা গেছে, সান ফাউন্ডেশনের আয়োজনে এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনেরও বেশি লোকসংগীতশিল্পী ও কলাকুশলী অংশ নেবেন। লোকসংগীতের এ মহা উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের আয়োজনে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শক এ উৎসব উপভোগ করতে পারছেন। উৎসবস্থলের প্রবেশ পথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করতে হবে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh