• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, আজ মঞ্চ মাতাবেন যারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৯, ১৬:৩১
ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

আর অল্প সময় পর শুরু হতে যাচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের পঞ্চম আসর। এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে ঢাকায়।

সান ফাউন্ডেশনের আয়োজনে এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশ থেকে ২০০ জনেরও বেশি লোকসংগীতশিল্পী ও কলাকুশলী অংশ নেবেন। লোকসংগীতের এ মহা উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত।

এবারও ফোকফেস্টের আয়োজন করেছে সান ফাউন্ডেশন। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে দর্শক এ উৎসব উপভোগ করতে পারবেন। উৎসবস্থলের প্রবেশ পথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাস দেখিয়ে প্রবেশ করতে হবে।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) প্রথমদিনের অনুষ্ঠান শুরু হবে প্রেমা ও ভাবনা নৃত্য দলের পরিবেশনার মধ্যদিয়ে। এরপর গান গাইবেন প্রখ্যাত বাউলশিল্পী শাহ আলম সরকার, ভারতের দালের মেহেন্দি ও জর্জিয়ার শেভেনেবুরেবি।

রাজধানীর আর্মি স্টেডিয়াম থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh