logo
  • ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪ আশ্বিন ১৪২৭

চুম্বনে আপত্তি তামান্নার

  বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

|  ১৩ নভেম্বর ২০১৯, ১৯:২৩
তামান্না ভাটিয়া,
তামান্না ভাটিয়াকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই। ভারতীয় এই অভিনেত্রী কর্ম গুণে জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। ‘বাহুবলী’র মতো ব্যবসা সফল চলচ্চিত্র তার ঝুলিতে রয়েছে। 

২০০৫ সালে ‘চাঁদ সা রোশন চেহরা’ চলচ্চিত্র দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। ক্যারিয়ারে দীর্ঘ ১৪ বছর কেটে গেছে। এখনও নিজের সিদ্ধান্তে অনড় নায়িকা। অভিনয় জগতে পা রাখার সময় তামান্না ভাটিয়া কিছু শর্ত দিয়েছিলেন। আর অন্যতম একটি হলো অনস্ক্রিনে কাউকে চুম্বন করবেন না। 

বলিউড হোক কিংবা অন্য কোনও সিনেমা, কোথাও কোনও দৃশ্যেই চুমু দেবেন না কাউকে। সম্প্রতি একই কথা বলেছেন এই অভিনেত্রী। তামান্না ভাটিয়া জানালেন, যে শর্ত দিয়ে তিনি চলচ্চিত্রে এসেছেন, ১৪ বছর পার হওয়ার পরও সেই শর্ত অটুট আছে তার।

সম্প্রতি ‘সায়ে রা নরশিমা রেড্ডি’-তে অভিনয় করেছেন তামান্না। এতে চিরঞ্জিবী, অমিতাভ বচ্চনের মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন তিনি। 

এম 

 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৬০৫৫৫ ২৭২০৭৩ ৫১৯৩
বিশ্ব ৩,৩৩,৪২,৯৬৫ ২,৪৬,৫৬,১৫৩ ১০,০২,৯৮৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়