• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শারীরিক দুর্বলতার কারণে আলাউদ্দীন আলীকে কেমোথেরাপি দেয়া যাচ্ছে না

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ১৭:২৬
আলাউদ্দীন আলী

দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যানসারে ভুগছেন বরেণ্য গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী। গেল ৬ অক্টোবর থেকে ব্যাংককের স্যামিটিভেজ সুকুমভিত হাসপাতালে ভর্তি আছেন তিনি। তার সঙ্গে আছেন স্ত্রী ফারজানা মিমি আর ছোট মেয়ে আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা।

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে আলাউদ্দীন আলীকে এখন কেমোথেরাপি দেয়া যাচ্ছে না। কিছুটা সুস্থ হলে তাকে কেমোথেরাপি দেয়া হবে জানান সুরকার ও সংগীত পরিচালক ফরিদ আহমেদ।

ফরিদ আহমেদ বলেন, ‘আমার সঙ্গে মিসেস ফারজানা আলী মিমির যোগাযোগ হয়েছিল। আমাকে জানান উনার (আলাউদ্দিন আলী) চিকিৎসক ডা. ফুচাই পিতাক্কিতনুকুন জানিয়েছেন ফুসফুসের ক্যানসার আগের মতোই আছে। তবে দুর্বলতার জন্য এখন আর কেমোথেরাপি দেয়া যাচ্ছে না। উনার দুর্বলতা কাটানোর জন্য এখন চিকিৎসা চলছে। চিকিৎসক আশা করছেন মাস তিনেকের মধ্যে উনি দুর্বলতা কাটিয়ে উঠবেন।’

২০১৫ সালে ক্যানসার ধরা পড়ে আলাউদ্দিন আলীর। এরপর থেকেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আরো পড়ুন

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh