logo
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০, ১২ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ নভেম্বর ২০১৯, ১৪:৩৮
আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৪:৪৩

৩১ বছর পরও পুরোনো হননি মাধুরী (ভিডিও)

মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত। তার হাসিতে যেন খুন হন দর্শক। এক মুগ্ধতার নাম মাধুরী। ‘তেজাব’ ছবির কথা নিশ্চয় মনে আছে। ১৯৮৮ সালে মুক্তি পায় ছবিটি।

ওই ছবির কয়েকটি গানও সুপার হিট হয়েছিল। আজো মানুষের মুখে মুখে ফেরে সেসব গান। মাধুরীর বিপরীতে ছিলেন অনিল কাপুর। ছবির ‘এক দো তিন’ গানে ঝড় তুলে ছিলেন আশির দশকে। প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এনে দেয়।

ছবি মুক্তির ৩১ বছর পরে আবারও নতুন করে দর্শকের মাঝে ঝড় তুলেছে। সম্প্রতি এই ছবির নিয়ে স্মৃতিচারণ করে পোস্ট দিয়ে ছিলেন মাধুরী ও অনিল। এরপর আবারও নতুন করে আলোচনায় সেই গান।

এরপর মাধুরী-অনিল জুটি বেঁধে উপহার দেন রাম-লক্ষ্মণ (১৯৮৯), পরিন্দা (১৯৮৯), ত্রিদেব (১৯৮৯), কিশেন কানহাইয়া (১৯৯০) এবং প্রহর (১৯৯১)-এর মতো বেশকিছু সুপার হিট চলচ্চিত্র।

এম

RTVPLUS