• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ভারতীয় নাগরিক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ নভেম্বর ২০১৯, ১৬:০০
জাতীয় চলচ্চিত্র পুরস্কার,  ভারতীয় নাগরিক, মো. কালাম

নিয়ম না থাকলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় এসেছে বিদেশি নাগরিকের নাম। আর বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় ঘোষিত প্রজ্ঞাপনে ২০১৭ সালের ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের জন্য ‘সেরা সম্পাদক’ হিসেবে মো. কালামের নাম ঘোষণা করেছে। জানা গেছে তিনি ভারতীয় নাগরিক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পুরস্কারের জন্য চলচ্চিত্র আহ্বান করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড যে বিজ্ঞপ্তি দিয়েছিল সেখানে এক নম্বর শর্তের মধ্যে ছিল- কেবল বাংলাদেশি নাগরিকগণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

বিষয়টি নিয়ে জুরি বোর্ডের সদস্য ও চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, কালাম যে বিদেশি নাগরিক বিষয়টা আমাদের জানা ছিল না। হয়তো প্রযোজক ভুল তথ্য দিয়েছে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের জব্দ করা ইসরায়েলি জাহাজে ১৭ ভারতীয় নাগরিক
আপনারা কোনো গুজবে বিভ্রান্ত হবেন না : শাবনূর
নায়িকা পপির বাবা আর নেই
একই সিনেমায় শাকিব-মারুফ!
X
Fresh