• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাসওয়ার্ড প্রকাশ করলেন লুমিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৯, ১৯:০৫
শাহনুর রহমান লুমিন, পাসওয়ার্ড,

শিরোনাম দেখে একটু অবাকই হওয়ার কথা। পাসওয়ার্ড প্রকাশ করলেন লুমিন! কিসের পাসওয়ার্ড? ইতিমধ্যে অনেকেই তা জেনেও গেছেন। হ্যাঁ, পাসওয়ার্ড শিরোনামে নতুন একটি প্রেমের গান প্রকাশ করলেন জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের ভোকাল শাহনুর রহমান লুমিন। গানটির অডিও-ভিডিও প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

দেওয়ান লালন আহমেদ এর কৈশরে ফেরার টান মাখানো কাব্যে গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অটমনাল মুন। এক জোড়া কিশোর প্রেমিক- প্রেমিকার দুরন্তপনা আর বাস্তবতার গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন রনি আহসান। সাদমান প্রত্যয় এবং সেরা জামানের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের।

গীতিকার দেওয়ান লালন আহমেদ জানালেন- ‘এটি একটি প্রেমের গান। স্মৃতির গালে অনায়াসেই এই গানটি আলতো চুমুর পরশ দেবে। নস্টালজিয়ায় নিয়ে যাবে শ্রোতা-দর্শকদের।

অনেকদিন পর নিজের নতুন গান। উচ্ছ্বাসিত লুমিন জানালেন-‘লালনের গীতিকবিতায় বেশ কয়েকটি গান করেছি। পাসওয়ার্ড আমার নিজের পছন্দের একটি গান। গানটিতে উঠে এসছে আমাদের ফেলে আসা দিনগুলোর ব্যাকুলতা আর স্মৃতি রোমান্থর। সব শ্রেনীর দর্শক- শ্রোতাদের ভালো লাগবে গানটি।

ধ্রুব মিউজিক স্টেশন জানায়, ৭ নভেম্বর তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘পাসওয়ার্ড ’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুখবর দিলেন মেহজাবীন
বংশমর্যাদায় এক গরুর দাম কোটি টাকা!
‘উনার পাওয়ার আছে, উনি খেলবেন’ আইভীকে হেফাজত নেতা 
জনবল নিয়োগ দেবে বেক্সিমকো, সাপ্তাহিক ছুটি ২ দিন
X
Fresh