logo
  • ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২০, ৮ অগ্রহায়ণ ১৪২৭

যার কাছে কৃতজ্ঞ শাহরুখ

  বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

|  ০৫ নভেম্বর ২০১৯, ১৩:২৬ | আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৫
শাহরুখ খান
শাহরুখ খান। কত নামে সম্বোধন করা হয় তাকে। সুপারস্টার, কিং খান, বাদশাহ খ্যাত এই তারকা অভিনেতার ভক্তদের তাকে নিয়ে মাতামাতির কমতি নেই। গেল ২ নভেম্বর ৫৪ বছরে পা রাখলেন তিনি।

জন্মদিনের  রাতে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্ত শাহরুখ বাড়ি মান্নাতের সামনে ভিড় জমায়। বলিউড বাদশাহ রাত ১২ টার কিছু পর ভক্তদের দেখা দেন। হাত নাড়েন, তাদের সাথে কথা বলেন।

অন্যদিকে বলিউডের নামী তারকাদের সবাই শুভেচ্ছা জানিয়েছেন কিং খানকে। দীপিকা পাড়ুকোন থেকে সালমান খান কিংবা অনিল কাপুর, বলিউডের তারকারা জন্মদিনে শুভেচ্ছা জানান কিং খান-কে। জন্মদিনের শুভেচ্ছার মাঝে শাহরুখ কি বললেন জানেন!

অনিল কাপুরও শুভেচ্ছা জানান শাহরুখকে। যার উত্তরে কিং খান পাল্টা উত্তর দেন অনিলকে। তিনি বলেন, অনিল কাপুরের বড় ভক্ত তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি অনিল কাপুরের অভিনয়ের ভক্ত হয়ে পড়েন। ভবিষ্যতেও অনিলের অভিনয়ের প্রতি তাঁর মুগ্ধতা বজায় থাকবে বলে জানান কিং খান।

ক্যারিয়ার শুরুতে অনিল কাপুর তার জন্য যা করেছেন, তা কখনও ভুলতে পারবেন না বলেও প্রকাশ্যে জানান শাহরুখ খান। প্রসঙ্গত ত্রিমূর্তি-তে অনিল কাপুরের সঙ্গে একসঙ্গে অভিনয় করেন শাহরুখ খান।

আরো পড়ুন

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪৪৭৩৪১ ৩৬২৪২৮ ৬৩৮৮
বিশ্ব ৫৮৬১২৯৯৫ ৪০৫৭৫৯৪৭ ১৩৮৮৭১০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়