• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চলচ্চিত্র নির্মাতা রায়হান মুজিব হাসপাতালে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ নভেম্বর ২০১৯, ১৯:১১
রায়হান মুজিব
সিনেমার শুটিংয়ের ফাঁকে পরিচালক

শুরুটা করেছিলেন অ্যাকশন তারকা জসিমকে নিয়ে। তাকে নিয়ে ‘হিরো’ সিনেমা নির্মাণ করে প্রথম ছবিতেই সাড়া ফেলেন চলচ্চিত্র নির্মাতা রায়হান মুজিব।

একে একে করেন ‘ভাইজান’, ‘কাজের বেটি রহিমা’, ‘অগ্নিপুরুষ’, ‘আত্ম অহংকার’, ‘রাজা গুণ্ডা’, ‘আখেরি মুকাবিলা’, ‘প্রেম প্রীতি’, ‘হিংসার আগুন’, ‘তেজী সন্তান’র মতো চলচ্চিত্র।

নব্বই দশকে শাবানা, জসিম, আলমগীর, সোহেল চৌধুরী, সুনেত্রা, মান্না, রাজীবকে নিয়ে একের পর উপহার দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান মুজিব। তার পরিচালিক ছবি ধারাবাহিকভাবে সুপার হিট হয়েছে।

সম্প্রতি গল ব্লাডারের সমস্যা নিয়ে মুজিব রাজধানীর উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে তিনি। বর্তমানে গ্যাস্ট্রোলজি বিভাগের প্রফেসর ডা. মহিবুর রহমানের অধীনে চিকিৎসাধীন আছেন মুজিব।

রায়হান মুজিব বলেন, ‘দীর্ঘদিন ধরে গল ব্লাডারে সমস্যা হচ্ছিল। এটি যে বড় সমস্যা সৃষ্টি করেছে সেটা বুঝতে পারিনি। কতদিন হাসপাতালে থাকতে হয় সেটা এখনও বলতে পারছি না। তারা বলছে এখন আমার পর্যবেক্ষণ চলছে। অবস্থা বুঝে ৬ মাস পর অপারেশনে যাবে। আমি সবার কাছে দোয়া চাই। এ সময় দোয়া ছাড়া আর কিছুই চাওয়ার নাই।’

সর্বশেষ রায়হান মুজিব ২০১০ সালে ‘জগৎ সংসার’ ছবিটি নির্মাণ করেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh