logo
  • ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২০, ২৮ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৩ জন, আক্রান্ত ২৯৯৬ জন, সুস্থ হয়েছেন ১৫৩৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

রোম মাতালো 'সাপলুডু' (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২১ অক্টোবর ২০১৯, ২০:৫৪ | আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:০৪
সাপলুডু
ইতালির রোম মাতালো বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র 'সাপলুডু'। দেশের প্রশংসিত হওয়ার পর এবার বিদেশে মুক্তি পেয়েছে ছবিটি। এরই ধারাবাহিকতায় গেল ১৮ ও ১৯ অক্টোবর রোমের নোভো সিনেমা অ্যাকুইলা প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হয়।

সেখানে দুইদিনে ছবির মোট ৬টি শো দেখানো হয়। দর্শকরা ছবিটি দেখা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ ধরনের ছবি আগামীদিনেও দেখতে আগ্রহী দর্শকরা।

ছবির প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির নায়ক আরিফিন শুভ। তিনি বলেন, যখন একটা ভালো ছবি আসে দুই বাংলার দর্শকই আসবেন। ছবিটি দেখবেন আমাদের সাপোর্ট করবেন। পরিবার পরিজন নিয়ে আসবেন। তাহলে আরও ভালো কাজের ব্যাপারে আমরা অনুপ্রাণিত হবো।

ছবির প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানও থিয়েটারে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের একটা সময় স্বর্ণালী যুগ ছিল। আমরা সবাই বলি আগে কত সুন্দর চলচ্চিত্র নির্মিত হতো। মাঝে একটি খারাপ সময় আমরা পার করেছি। তবে আমাদের চলচ্চিত্রের সুস্থধারা ফিরিয়ে আনা প্রয়োজন ছিল। বেঙ্গল মাল্টিমিডিয়া তথা আরটিভি আমরা চেষ্টা করছি সেই সুদিন ফিরিয়ে আনার।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, সহসভাপতি আখী সীমা কাওসার, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসানসহ আরও অনেকে।

'সাপলুডু' পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। গেল ২৭ সেপ্টেম্বর মুক্তি পায় ছবিটি।

এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬৩৫০৩ ১৫১৯৭২ ৩৪৭১
বিশ্ব ২০২৭৩৫৬৯ ১৩২০১০৫৯ ৭৩৯৪৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়