• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

'শিরোনামহীন'র গান গাইতে পারবেন তানযীর তুহিন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ অক্টোবর ২০১৯, ১৭:২২
শিরোনামহী, তানযীর তুহিন,
ছবি সংগৃহীত

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড 'শিরোনামহীন'। আর এই ব্যান্ড দলটির এক সময়ের অন্যতম সদস্য তানযীর তুহিন। দীর্ঘদিন দলটির প্রধান ভোকাল হিসেবে গেয়েছেন তিনি। কিন্তু সময়ের স্রোতে আজ মঞ্চে 'শিরোনামহীন'র গান গাইতেই আইন আদালতের দ্বারস্থ এই গায়ক।

সবশেষ তথ্য 'শিরোনামহীন' ব্যান্ডটির ৪৯টি গান নিয়ে বিচারিক আদালতের দেয়া নিষেধাজ্ঞার আদেশ ছয় মাসের স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে তুহিন এবং তার নতুন ব্যান্ড ‘আভাস’ ওই গানগুলো গাইতে পারবে।

বিচারিক আদালতের নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিভিশন আবেদনের শুনানি গতকাল রোববার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। তুহিন ও তার ব্যান্ড ‘আভাস-কে গানগুলো গাইতে দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

এদিন তুহিনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকরামুল হক টুটুল। তার সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমান।

আইনজীবী মিজানুর রহমান জানান, শিরোনামহীনের পক্ষে ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান ৪৯টি গানের কপিরাইট দাবি করে মামলা করেছিলেন নিম্ন আদালতে। নিম্ন (বিচারিক) আদালত শিরোনামহীন ব্যান্ডের গান গাইতে পারবেন না বলে নিষেধাজ্ঞা দেন তুহিনের ওপর।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি, জনজীবনে অস্বস্তি
‘ইনস্যুরেন্স পাঠ্যক্রম যুগোপযোগীকরণে অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল
লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh