Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০২ আগস্ট ২০২১, ১৮ শ্রাবণ ১৪২৮

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ অক্টোবর ২০১৯, ১৪:৫৮
আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৫:২৫

নিরব-উষ্ণ'র চলচ্চিত্র 'বসন্ত বিকেল'

বসন্ত বিকেল,

চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার অনেকদিন আগেই 'বসন্ত বিকেল' নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। ছবির নায়ক নিরব আগেই চূড়ান্ত ছিলেন। তবে নায়িকা নিয়ে বেশ জল্পনা-কল্পনা করছিলেন নির্মাতা। অবশেষে নতুন মুখ উষ্ণ হক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

রফিক সিকদার আরটিভি অনলাইনকে বলেন, 'বসন্ত বিকেল' আমার স্বপ্নের চলচ্চিত্র। নিজের সেরাটা দিয়েই কাজটি করতে চাই। সিনেমা হলে দর্শক ভালো একটি গল্প দেখতে পাবেন।

জানা গেছে, আসছে ১ নভেম্বর বিএফডিসি-তে জমকালো আয়োজনে 'বসন্ত বিকেল'র মহরত অনুষ্ঠিত হবে। এরপর ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে পাবনায়।

গল্পে দেখা যাবে, মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরে শিশুকাল থেকে হাতে হাত রেখে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে দুই স্বপ্নবাজ যুবক-যুবতীর। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম ফিল করছেন। এই যুবক-যুবতীর গভীর প্রেমের বিয়োগান্তক পরিণতির সিনেমা ‘বসন্ত বিকেল’। কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন রফিক সিকদার।

২০১৬ সালে 'ভোলা তো যায় না তারে' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক রফিক সিকদারের। তার পরিচালিত 'হৃদয় জুড়ে' ছবিটি নভেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS