logo
  • ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২০, ২১ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ১১৬৯ জনের মৃত্যু । করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৩ হাজার ১৯৫ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন, মোট আক্রান্ত ২০৬৯ জন, মৃত্যু ৫৩ জন। পাকিস্তানে মোট আক্রান্ত ২,৩৫৫ জন, মৃত্যু ৩২ জন

নিরব-উষ্ণ'র চলচ্চিত্র 'বসন্ত বিকেল'

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৯ অক্টোবর ২০১৯, ১৪:৫৮ | আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৫:২৫
বসন্ত বিকেল,
চলচ্চিত্র নির্মাতা রফিক সিকদার অনেকদিন আগেই 'বসন্ত বিকেল' নামে একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন। ছবির নায়ক নিরব আগেই চূড়ান্ত ছিলেন। তবে নায়িকা নিয়ে বেশ জল্পনা-কল্পনা করছিলেন নির্মাতা। অবশেষে নতুন মুখ উষ্ণ হক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।

রফিক সিকদার আরটিভি অনলাইনকে বলেন, 'বসন্ত বিকেল' আমার স্বপ্নের চলচ্চিত্র। নিজের সেরাটা দিয়েই কাজটি করতে চাই। সিনেমা হলে দর্শক ভালো একটি গল্প দেখতে পাবেন। 

জানা গেছে, আসছে ১ নভেম্বর বিএফডিসি-তে জমকালো আয়োজনে 'বসন্ত বিকেল'র মহরত অনুষ্ঠিত হবে। এরপর ২০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে পাবনায়।

গল্পে দেখা যাবে, মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরে শিশুকাল থেকে হাতে হাত রেখে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে দুই স্বপ্নবাজ যুবক-যুবতীর। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম ফিল করছেন। এই যুবক-যুবতীর গভীর প্রেমের বিয়োগান্তক পরিণতির সিনেমা ‘বসন্ত বিকেল’।  কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন রফিক সিকদার।

২০১৬ সালে 'ভোলা তো যায় না তারে' ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক রফিক সিকদারের। তার পরিচালিত 'হৃদয় জুড়ে' ছবিটি  নভেম্বরে মুক্তির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন 

এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৬১ ২৬
বিশ্ব ১০৪১১২৬ ২২১৫৯৫ ৫৫৭৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়