• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতি গঠন করতে চাই’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৯, ১৯:০০
‘শেখ হাসিনা- বাংলাদেশের স্বপ্নসারথি’, ড. হাছান মাহমুদ, এমপি, অতিথি
জাতীয় চিত্রশালা মিলনায়তনে বক্তব্য রাখছেন ড. হাছান মাহমুদ, এমপি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘শেখ হাসিনা- বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোচনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আলোচনার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশকে উল্টোপথে পরিচালিত করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার সাহসী ভূমিকা রেখে চলেছেন। তিনি ফিরে আসার পর আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ফিরে পেয়েছি। আজ বাংলাদেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনাকে প্রয়োজন। আমরা তার নেতৃত্বে উন্নত রাষ্ট্রের পাশাপাশি উন্নত জাতি গঠন করতে চাই।

---------------------------------------------------------------
আরো পড়ুন: মৌসুমীর অভিযোগের জবাব দিলেন মিশা সওদাগর
---------------------------------------------------------------

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নং গ্যালারীতে চলছে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক প্রদর্শনী। ২৮ সেপ্টেম্বর-২৭ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র ও তাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।

এ উপলক্ষে ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক আলোচনার আয়োজন করা হয়।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইউপি নির্বাচনে এমপির হস্তক্ষেপের অভিযোগ, সুষ্ঠুভোট নিয়ে শঙ্কা 
আ.লীগের এমপি-মন্ত্রীর সন্তান-স্বজনদের উপজেলা নির্বাচন করতে মানা
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৯
পল্টনে ছয়তলা ভবন থেকে লাফিয়ে নারীর আত্মহত্যা
X
Fresh