logo
  • ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০১৯, ৫ অগ্রহায়ণ ১৪২৬

বাংলাদেশে মুক্তি পাচ্ছে নিরবের মালয়েশিয়ান সিনেমা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ অক্টোবর ২০১৯, ১৩:২১ | আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৪:৩০
বাংলাশিয়া 2.0
মডেল কাম চিত্রনায়ক নিরবের মুখে আনন্দ বার্তা। উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছে তার কথায়। সুদর্শন এই নায়ক অভিনীত প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্রে ‘বাংলাশিয়া 2.0’ ছবিটি এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এরই মধ্যে ছবিটির বাংলায় ডাবিং শুরু হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতিও মিলেছে। সবকিছু ঠিক থাকলে আসছে নভেম্বর মাসেই ছবিটি মুক্তি পাবে ছবিটি। বুধবার সকালে আরটিভি অনলাইনকে এমনটাই জানাচ্ছিলেন নিরব।  

২০১৪ সালে মালয়শিয়াতে ‘বাংলাশিয়া’ নামে ছবির শুটিং করেন নিরব। পরবর্তীতে চলতি বছর ২৮ ফেব্রুয়ারি ‘বাংলাশিয়া 2.0’ নামে ছবিটি মালয়শিয়াতে মুক্তি পায়। প্রথম সপ্তাহে ছবিটি ১১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সিঙ্গাপুরের মুসলিম অভিনেত্রী আতিকা সোহাইমি। পরিচালনা করেছেন মালয়েশিয়ার নির্মাতা নেময়ুই।

নিরব আরটিভি অনলাইনকে বলেন, দেশের বাইরে ছবিটি বেশ প্রশংসিত হয়। ব্যবসায়িকভাবেও সফল ছিল। ছবির সংশ্লিষ্টরা বাংলাদেশেও ছবিটি মুক্তির ইচ্ছা প্রকাশ করেন। আমারও চাওয়া ছিল যে দেশের দর্শকরা ছবিটি দেখুক। এবার সেটি হতে যাচ্ছে। আমার বিশ্বাস দেশেও ছবিটি সাফল্য পাবে।

আরও পড়ুন 

এম 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়