• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননা পাচ্ছেন ৬ সংস্কৃতিজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৯, ০৯:৫১
রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননা ৬ সংস্কৃতিজন

সংগীত-সরণি সংস্কৃতি চর্চাকেন্দ্রের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের ৬ গুণি সংস্কৃতিজনকে রাসমোহন ভৌমিক স্মৃতি সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর শুক্রবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে গুণিজনদের হাতে এ পদক তুলে দেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পদকপ্রাপ্ত গুণিজনেরা হলেন-ঝুনা চৌধুরী (থিয়েটার), মীর বরকত (আবৃত্তি), আশরাফুল আলম পপলু (চারুকলা), মুনমুন আহমেদ (নৃত্য), কমল খালিদ (সংগীত) ও গোলাম মোস্তফা (প্রবাসী সংস্কৃতিজন ও চলচ্চিত্র নির্মাতা)

এ ব্যাপারে সংগীত-সরণি সংস্কৃতি চর্চাকেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রাবন্তী পাল তন্বী আরটিভি অনলাইনকে বলেন, সংগীত-সরণির প্রতিষ্ঠাতা রাসমোহন ভৌমিক আমাদের ছেড়ে অকালে চলে গেছেন তার অনেক অসমাপ্ত কাজ রেখে। আমাদের সংগঠনের দশ বছর পূর্তি উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাঁর নামে এ সম্মাননা স্মারক চালু করতে যাচ্ছি। যাঁরা আমাদের এ সম্মান পাচ্ছেন তারাও দেশের স্বনামখ্যাত গুণিজন। আমরা প্রতি বছর এমন আয়োজনের প্রত্যাশা রাখি।

জানা গেছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগীত-সরণির প্রধান উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক নিরঞ্জন অধিকারী।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh