• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

'কবির সিং'র পর 'জার্সি'

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ অক্টোবর ২০১৯, ১৭:১৬
কবির সিং

তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক 'কবির সিং'-এ নাম ভূমিকায় অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা পেয়েছেন শহীদ কাপুর। এবার আরও এক দক্ষিণী ছবির হিন্দি রিমেকে দেখা যাবে তাকে। ছবির নাম ‘জার্সি’।

‘জার্সি’ ছবিটি তেলুগু ভাষায় তৈরি হয়েছিল। এটি পরিচালনা করছিলেন গৌতম তিন্নানাউরি। জানা গেছে, ছবির হিন্দি ভার্সনটিও তিনিই পরিচালনা করছেন। পরিচালক জানিয়েছেন, কোনও ছবি হিন্দি ভাষায় তৈরি হওয়া মানে গোটা দেশের দর্শক ছবিটি দেখবে। বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছনোর জন্য এক্ষেত্রে আনন্দ যেমন বেশি, তেমনই দায়িত্বও বেশি।

ভারতীয় গণমাধ্যমে ছবির গল্প নিয়ে বলা হয়, এক অসফল ক্রিকেটারের কাহিনি উঠে আসবে সিনেমায়।পরিস্থিতি ৩৬ বছর বয়সে ক্রিকেটে ফিরতে বাধ্য করে তাকে। তার চড়াই-উতরাই ঘিরে এগোয় গল্প।

তেলুগু ছবির নায়কের নাম ছিল অর্জুন। এ চরিত্রে অভিনয় করেছিলেন নানি। ২০২০ সালের ২৮ আগস্ট মুক্তি পাবে ছবিটি। ২০১৭ সালে মুক্তি পাওয়া তেলেগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’। পরিচালক হিসেবে ছিলেন মূল ছবির পরিচালক সেই সন্দীপ রেড্ডি। চলতি বছরের বলিউডের সেরা ব্যবসা সফল ছবি এটি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে অ্যান্ডারসনের
আর্জেন্টিনার নতুন জার্সি উন্মোচন
মেসিদের জার্সি পরে স্টেডিয়ামে ঢুকলেই জরিমানা!
জমকালো আয়োজনে বাংলাদেশ জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন
X
Fresh