logo
  • ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩০ জন, আক্রান্ত ১৩৫৬ জন, সুস্থ হয়েছেন ১০৬৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

আ.খ.ম হাসানের একি হাল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৪ অক্টোবর ২০১৯, ১৭:১৯
কালো জামাই
কালো কুচকুচে মানুষটিকে প্রথম দেখায় চেনার উপায় নেই তিনিই জনপ্রিয় অভিনেতা আ.খ.ম হাসান। হ্যাঁ, পাঠক ছবির এই মানুষটি আ.খ.ম হাসান। ‘কালো জামাই’ নাটকে এমন কালো রূপেই দেখা দেবেন হাসান। 

গল্পে দেখা যাবে, আবুল কালাম (আ.খ.ম হাসান) এর গাঁয়ের রং কুচকুচে কালো বলে গ্রামের মানুষের কাছে সে কালু নামে পরিচিত। তবে কালু সব সময় হাসি-খুশি থাকে। বাসর ঘরে কুচকুচে কালো কালুকে দেখে তার স্ত্রী মিথিলা(অরিন) অজ্ঞান হয়ে যায়। 

গ্রামের মানুষের কাছে রটে যায় কালুর বউ বাসর ঘরে ফিট খাইছে। অন্যদিকে কালুর স্ত্রীর বোনের জামাই রিজু (নিথর মাহবুব) সুন্দর হওয়ার কারণে নিজের প্রশংসায় নিজেই সে সবসময় পঞ্চমুখ থাকেন। আর সুযোগ পেলেই নিজের সঙ্গে তুলনা করে কালুকে হেয় করার চেষ্টা করেন। নানা হাসির ঘটনার মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়। 

নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস ও পরিচালনায় আর আইচ সোহেল। নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে- আ.খ.ম হাসান, অরিন, নিথর মাহবুব, সীমানা শীলা, বিপ্লব প্রসাদ, আফরোজা হোসেন, জাদু ফরিদ, ফরহাদ সরকার, আফতাব উদ্দিন, নবাব তুহিন প্রমুখ। 

জানা গেছে, শিগগিরিই নাটকটি যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

এম  

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৪২১০২ ১৩৭৯০৫ ৩১৮৪
বিশ্ব ১৮২৫২২৭৫১১৪৫৫৭৮০৬৯৩১১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়