logo
  • ঢাকা বুধবার, ২০ নভেম্বর ২০১৯, ৫ অগ্রহায়ণ ১৪২৬

আ.খ.ম হাসানের একি হাল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৪ অক্টোবর ২০১৯, ১৭:১৯
কালো জামাই
কালো কুচকুচে মানুষটিকে প্রথম দেখায় চেনার উপায় নেই তিনিই জনপ্রিয় অভিনেতা আ.খ.ম হাসান। হ্যাঁ, পাঠক ছবির এই মানুষটি আ.খ.ম হাসান। ‘কালো জামাই’ নাটকে এমন কালো রূপেই দেখা দেবেন হাসান। 

গল্পে দেখা যাবে, আবুল কালাম (আ.খ.ম হাসান) এর গাঁয়ের রং কুচকুচে কালো বলে গ্রামের মানুষের কাছে সে কালু নামে পরিচিত। তবে কালু সব সময় হাসি-খুশি থাকে। বাসর ঘরে কুচকুচে কালো কালুকে দেখে তার স্ত্রী মিথিলা(অরিন) অজ্ঞান হয়ে যায়। 

গ্রামের মানুষের কাছে রটে যায় কালুর বউ বাসর ঘরে ফিট খাইছে। অন্যদিকে কালুর স্ত্রীর বোনের জামাই রিজু (নিথর মাহবুব) সুন্দর হওয়ার কারণে নিজের প্রশংসায় নিজেই সে সবসময় পঞ্চমুখ থাকেন। আর সুযোগ পেলেই নিজের সঙ্গে তুলনা করে কালুকে হেয় করার চেষ্টা করেন। নানা হাসির ঘটনার মধ্যে দিয়ে গল্প এগিয়ে যায়। 

নাটকটি রচনা করেছেন রাজীব মণি দাস ও পরিচালনায় আর আইচ সোহেল। নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে- আ.খ.ম হাসান, অরিন, নিথর মাহবুব, সীমানা শীলা, বিপ্লব প্রসাদ, আফরোজা হোসেন, জাদু ফরিদ, ফরহাদ সরকার, আফতাব উদ্দিন, নবাব তুহিন প্রমুখ। 

জানা গেছে, শিগগিরিই নাটকটি যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।

এম  

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়