logo
  • ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০১৯, ৩ অগ্রহায়ণ ১৪২৬

রাজমনি সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৩ অক্টোবর ২০১৯, ১৭:২৬
রাজমনি সিনেমা হল
ফাইল ছবি
রাজধানীর কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে। হাজারো ইতিহাসের সাক্ষী এই সিনেমা হলটি।

রোববার (১৩ অক্টোবর) সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলার কাজ শুরু হবে সিনেমা হলটির। সিনেমা হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাতিজা মোহাম্মাদ শহীদুল্লাহ বিষয়টি জানান।

এ ব্যাপারে গণমাধ্যমকে মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘দেশের সিনেমার অবস্থা খুব খারাপ সেজন্য হলটি আর চালানো সম্ভব হলো না। খুব দ্রুত হলটি ভেঙ্গে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।’

এদিকে রাজমনি সিনেমা হল ভেঙ্গে সিনেপ্লেক্স নির্মাণ হচ্ছে বলে খবর শোনা যায়। কিন্তু সেই খবরটি সত্যি নয়। সেখানে কর্পোরেট ভবন নির্মাণ হবে। ১৯৮৩ সালে রাজমনি সিনেমা হল নির্মাণ করা হয়।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়