• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ অক্টোবর ২০১৯, ১৭:০৭
বিনিসুতোয়
ছবি সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন অতনু ঘোষ।

প্রতি বছর এ উৎসবের ‘ইন্ডিয়ান সিনেমা নাও’ বিভাগে বিভিন্ন ভাষার সেরা সাতটি ভারতীয় ছবি মনোনয়ন পায়। এবছর ‘বিনিসুতোয়’র পাশাপাশি আরও সুযোগ পেয়েছে হেল্লারো (গুজরাটি), মাই ঘাট (মারাঠি), লেওদুহ (খাসি), দ্য ফিউনেরাল (হিন্দি), আনন্দি গোপাল (মারাঠি) এবং অ্যাক্সোন (হিন্দি)।

আগামী ৬ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত থিরুভানানথাপুরমে অনুষ্ঠিত হবে ২৪তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘বিনিসুতোয়’ ছবিটিতে আরও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে।

‘বিনিসুতোয়’ শুধু জয়ার অভিনয়েই সমৃদ্ধ নয়। এই ছবিতে সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের তত্ত্বাবধানে গানও গেয়েছেন জয়া। ছবিতে অভিনেত্রীর গলায় শোনা যাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুখের মাঝে তোমায় দেখেছি’ গানটি।

অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ দিয়েই প্রথম গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। এই ছবির চিত্রনাট্যই নাকি মন কেড়েছে অভিনেত্রীর। আর তাই নিজের চরিত্রের প্রয়োজনে প্রথমবার প্লে-ব্যাক গান গাইতেও দ্বিধাবোধ করেননি তিনি। এমনটাই জানিয়েছিলেন জয়া।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh