• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেরা অভিনেত্রীর মনোনয়ন পেলেন তারা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ অক্টোবর ২০১৯, ১৮:০১
ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড

ভারত বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডের প্রথম আসর বসতে যাচ্ছে। আসছে ২১ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে আয়োজনটি অনুষ্ঠিত হবে। সম্প্রতি ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা প্রকাশিত হয়েছে।

আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের জুন মাস পর্যন্ত ভারত-বাংলাদেশে মুক্তি পাওয়া বাংলা ভাষার ছবিগুলোর মধ্য থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এটি আয়োজন করছে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া। এই অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে মোট ২৪টি পুরস্কার দেয়া হবে।

আসরে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে চারজন অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন। তারা হলেন- জয়া আহসান (দেবী), নুসরাত ইমরোজ তিশা (ফাগুন হাওয়া), ইয়ামিন হক ববি (নোলক) ও পূজা চেরি (পোড়ামন-২)।

অন্যদিকে ভারত থেকে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন অপর্ণা সেন (বসু পরিবার), স্বস্তিকা মুখার্জি (শাহজাহান রিজেন্সি), ঋতুপর্ণা সেনগুপ্ত (আহা রে) ও পাওলি দাম (কণ্ঠ)।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh