• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এবার বিদেশে ‘সাপলুডু’র মুক্তি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ অক্টোবর ২০১৯, ১৭:৫৫

অ্যাকশন-থ্রিলার চলচ্চিত্র ‘সাপলুডু’ দেশের প্রেক্ষাগৃহে দাপটের সাথে প্রদর্শিত হচ্ছে। এবার বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ছবিটি।

ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল জানান, বিশ্বের ৭ দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’। আগামী ১২ অক্টোবর অস্ট্রেলিয়াতে মুক্তি পেতে যাচ্ছে ‘সাপলুডু’। সেখানকার ৫ শহরে ছবিটি প্রদর্শিত করার পরিকল্পনা আছে আমাদের। এরপর ১৮ অক্টোবর ইতালি, ২৬ অক্টোবর নিউ ইয়র্ক, ২৮ অক্টোবর ওয়াশিংটন ডিসি, ১ নভেম্বর লস এঞ্জেলস প্রদর্শিত হবে ছবিটি। এছাড়া ইংল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে খুব দ্রুতই মুক্তি পাবে।

‘সাপলুডু’ ছবির গল্প ও চিত্রনাট্য করেছেন গোলাম সোহরাব দোদুল।

‘সাপলুডু’ ছবিটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

গেল ২৭ সেপ্টেম্বর সারাদেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। দ্বিতীয় সপ্তাহে এসেও সিনেমা হলে দর্শক টানছে ছবিটি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh