• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নারীর হাতে লাঞ্ছিত হওয়ার কথা অস্বীকার করলেন স্বাধীন খসরু

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ অক্টোবর ২০১৯, ২০:০২
স্বাধীন খসরু

জনপ্রিয় অভিনেতা স্বাধীন খসরু এক তরুণীকে ইভটিজিং করে লাঞ্ছিত হয়েছেন। এমন খবর শোবিজে ভাসছে। বিষয়টি নাকি তিনি নিজেও স্বীকার করেছেন।

খবরে বলা হয়, নিউইয়র্কে মদ খেয়ে আফিয়া চৌধুরী নামের এক তরুণীর সঙ্গে ইভটিজিং করে লাঞ্ছিত হয়েছেন অভিনেতা স্বাধীন খসরু। জ্যাকসন হাইটসের পাশে রুজভেল্ট এভিনিউ ও ৭৯ স্ট্রিটের উপরে অবস্থিত রুমান্টিকা নামের একটি স্পেনিস বারের সামনে এ ঘটনা ঘটে ৩ অক্টেবর রাত ১০টা ১৫ মিনিটে।

কয়েকটি গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়। এবার এই খবরের প্রতিবাদ জানালেন স্বাধীন খসরু। শুক্রবার (৪ অক্টোবর) নিজের ফেসবুকে এই অভিনেতা লিখেছেন, ‘আমাকে নিয়ে কয়েকটা অনলাইন পত্রিকায় মিথ্যা, বানোয়াট খবর প্রকাশিত হয়েছে! সময় উল্লেখ করা হয়েছে সকাল সাড়ে ১০টা, ৩ অক্টোবর। ওই সময় আমি ‘নিউইয়র্ক প্রথম আলো আড্ডা’ শেষে যাই বাংলা চ্যানেলের লাইভ অনুষ্ঠানে।

ওই অনুষ্ঠানে আমার সঙ্গে ছিলেন গায়ক সেলিম চৌধুরী, ইশতিয়াক রুপু আহমেদ। উপস্থাপক ছিলেন শামীম আল আমিন।

এমনকি ওইসব নিউজে উল্লেখ করা হয়েছে, আমার সঙ্গে কথা বলা হয়েছে। এ ব্যাপারে কেউ আমার সাথে কথা বলেনি। আমি এর তীব্র নিন্দা আর প্রতিবাদ জানাচ্ছি।’

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নাট্যনির্মাতার মৃত্যু
X
Fresh