• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেষ মুহূর্তে মৌসুমীর পাশে কেউ নেই!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ অক্টোবর ২০১৯, ২১:২১
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী আসছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্যানেল নিয়ে চমক দেবেন। এটাই ফিল্ম ইন্ডাস্ট্রির বড় খবর ছিল।

এক সময়ের বেশ কয়েকজন জনপ্রিয় নায়ক-নায়িকা তার প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা যায়। কিন্তু আজ বৃহস্পতিবার স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মৌসুমী। পাশে পেলেন না কাউকেই।

মনোনয়ন জমা দেয়ার পর তিনি বলেন, আমরা অনেক সদস্য মিলে একটি চমক দেয়ার মতো প্যানেল তৈরি করেছিলাম। কিন্তু আড়ালে থেকে একটি মহল এখানে বাধার দেয়াল তৈরি করেছে। সবাইকে নির্বাচন না করতে প্রভাবিত করেছে। এটার কোনও দরকার ছিল না। আমি যেহেতু নির্বাচন করব বলে কথা দিয়েছি তাই সরে যাইনি। আমার নির্বাচন করার কোনও ইচ্ছে ছিল না। সবাই আমাকে নির্বাচন করার জন্য বলেছেন। সেকারণেই নির্বাচনে এসেছি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্যানেল সদস্যদের ফরম জমা দেয়ার শেষ তারিখ। বিকাল ৫টায় পর্যন্ত সময় ছিল। বিকেল চারটার সময় এ অভিনেত্রী তার ফরম জমা দেন। আসছে ২৫ অক্টোবর এফডিসিতে এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন মিশা সওদাগর ও মৌসুমী।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাংবাদিকদের
ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান রিয়াজ 
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, যা বললেন মিশা-ডিপজল
X
Fresh