logo
  • ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯, ৬ কার্তিক ১৪২৬

শাহরুখ কন্যার শর্টফিল্মের টিজার প্রকাশ (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২২:২৫ | আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১৪:৫৪
শাহরুখ খানের মেয়ে সুহানা খান বাবার পথ ধরে কবে বলিউডে পা রাখবেন সেই জল্পনা অনেকদিন ধরেই চলছে। তবে আপাতত শর্টফিল্মের মাধ্যমেই অভিষেক হচ্ছে তার।

সুহানা খান অভিনীত শর্টফিল্ম ‘দ্য গ্রে পার্ট অফ ব্লু’-এর টিজার প্রকাশ হয়েছে আজ ৩০ সেপ্টেম্বর। পরিচালনা করেছেন পরিচালক থিয়েডর গ্লিমেনো। ৫২ সেকেন্ডের টিজারটির মাধ্যমে নজর কেড়েছেন এই তরুণী।

নিউ ইয়র্কের একটি ফিল্ম স্কুলে পড়াশোনা করছেন সুহানা। টিজারে দেখা যাচ্ছে অপর এক অল্পবয়সী ব্রিটিশ অভিনেতার সঙ্গে গাড়িতে সুহানা। যদিও সুহানার কোনও ডায়লগ শোনা যায়নি। ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক ছিল।

ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত পরিবার থেকে আসা নবাগতদের বেশির ভাগ ক্ষেত্রেই বড় আয়োজনের সিনেমার মাধ্যমে অভিষেক হয়ে থাকে। সে পথে একেবারেই হাঁটছেন না শাহরুখের মেয়ে। প্রথমে শর্টফিল্ম। তারপর নিউ ইয়র্কের ফিল্ম স্কুলে পড়াশোনা সিনেমার পাঠ নিয়ে হাত পাকা করেই বলিউডে আসার প্রস্তুতি নিচ্ছেন সুহানা।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়