• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন পিছিয়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৯
মিশা-মৌসুমী

আসছে ১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচন পিছিয়ে ২৫ অক্টোবর হবে। সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি জানিয়েছেন।

খ্যাতিমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। জায়েদন খান জানান, নির্বাচন প্রক্রিয়ার প্রস্তুতি নিতে তারিখ পিছিয়েছে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। গতবারের মতো এবারও এক প্যানেল থেকে নির্বাচন করবেন মিশা সওদাগর ও জায়েদ খান।

অন্য প্যানেলে থাকবেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী ও ছোট-বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব। এর বাইরেও একটি প্যানেলের কথা শোনা যাচ্ছে। তবে চূড়ান্ত প্যানেল ঘোষণা এবং মনোনয়ন জমা না দেয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।

ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্রের খবর, এবারের নির্বাচন বেশ জমজমাট হবে। প্রতিটি প্যানেলই শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। শিল্পীরা জানিয়েছেন, যারা শিল্পীদের সুখে-দুঃখে পাশে থাকবে এমন প্রার্থীদের নির্বাচিত করবেন তারা।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘কাজ করতে পারেনি বলেই ওদের ভরাডুবি হয়েছে’
নির্বাচনের পর এফডিসিতে গিয়ে যে ঘোষণা দিলেন ডিপজল
‘আমাকে একটা ভোট কে দিলো সেই মানুষটাকেই খুঁজছি’
নিপুণের হারে কেন এতো খুশি মুনমুন
X
Fresh