• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মহালয়ায় আয়োজন ‘শারদপ্রাতে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৩০
মহালয়া আয়োজন  ‘শারদপ্রাতে’
অনুষ্ঠানের একটি চিত্র।

আগামীকাল শনিবার মহালয়া। এ উপলক্ষে বিশ্বজুড়ে চলছে বিশেষ আয়োজন। মনের অজান্তেই কেউ কেউ গেয়ে উঠছেন,

আশ্বিনের ‘শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর,

ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা;

প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা

শুভ মহালয়া।‘

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) মহালয়া উপলক্ষে রেখেছে বিশেষ আয়োজন। অনুষ্ঠানের শিরোনাম ‘শারদপ্রাতে’। সকাল সাড়ে সাতটায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন সুমন সাহা।

‘শারদপ্রাতে’ অনুষ্ঠানে চণ্ডী পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। গান গাইবেন প্রিয়াঙ্কা গোপ, দেবলীনা সুর, অনিরুদ্ধ সেনগুপ্ত ও বিজন চন্দ্র মিস্ত্রি। ‘দুর্গে দুর্গে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন প্রিয়াঙ্কা র‌্যাচেল।

বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্রের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. এরশাদ হোসেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির আয়োজনে বৈশাখী উৎসব
রজতজয়ন্তী মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় অধ্যাপক আবদুল মজিদ কলেজ
‘রেকর্ড স্টোর ডে’তে এবারও বিশেষ আয়োজন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
X
Fresh