• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের বাছাই পর্ব অনুষ্ঠিত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতার বাছাই পর্ব।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে নিবন্ধিত প্রতিযোগীরা অংশ নেন।

বাছাই পর্বের পর শুরু হবে মূল পর্ব। থাকবে গ্রুমিং ও ফিল্মি রাউন্ড।

চলতি বছরের আগস্ট থেকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার নিবন্ধন কাজ শুরু হয়। প্রাথমিক বাছাইয়ে অংশ নেওয়ার জন্য ২৯ আগস্ট পর্যন্ত ৮ হাজার প্রতিযোগী নাম নিবন্ধন করান। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ শেষে আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল। বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজন করা হবে অনুষ্ঠানটি।

১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার ৬৮তম আসর। বাংলাদেশ ৬৮তম আসরে প্রথমবারের মতো অংশ নিচ্ছে। প্রতিযোগিতার ‘স্লোগান আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য।’ মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ আয়োজনের সহযোগী পার্টনার আরটিভি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh