• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

প্রধান নির্বাচন কমিশনার নায়ক ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১৯:২৮

আসছে ১৮ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচিতরা ২০১৯-২০২১ মেয়াদের কমিটির দায়িত্ব পালন করবেন।

নির্বাচনের প্রধান কমিশনার হচ্ছেন ঢাকাই ছবির তুমুল জনপ্রিয় তারকা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে। এরপর শিল্পীদের ভোটার তালিকাসহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কিছু শিল্পী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন সমিতিতে। ভোটার তালিকায় যোগ হতে পারে তাদের নাম।

এবারের নির্বাচনেও জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর এবং নায়ক জায়েদ খান একসঙ্গে প্যানেল করছেন। সভাপতি মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে জায়েদ খান প্রার্থী হবেন।

গেল নির্বাচনে নায়ক ওমর সানী সভাপতি পদে মিশা সওদাগরের সঙ্গের প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবার তিনি নির্বাচন করবেন না। তবে নায়কের স্ত্রী জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী সভাপতি পদে লড়বেন। এছাড়া প্রার্থী হিসেবে রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপিসহ একঝাঁক তারকা শিল্পীর নাম শোনা যাচ্ছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
ইলিয়াস কাঞ্চনের অনিয়ম নিয়ে রুবেলের বিস্ফোরক মন্তব্য
ভয়ে সভাপতির নাম প্রকাশ করছেন না নিপুণ
নিপুণের জন্য বড় নেতার অনুরোধে শিল্পী সমিতির নির্বাচন করেন ইলিয়াস কাঞ্চন
X
Fresh