• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ব্রেট লি-তন্নিষ্ঠার ‘আনইন্ডিয়ান’ নিয়ে জটিলতা

অনলাইন ডেস্ক
  ০২ আগস্ট ২০১৬, ১৭:০৯

অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা ব্রেট লি ও ভারতীয় অভিনেত্রী তন্নিষ্ঠা চ্যাটার্জি অভিনীত বহুল আলোচিত ছবি ‘আনইন্ডিয়ান’ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। ছবিটি থেকে একটি আপত্তিকর দৃশ্য বাদ দিতে এর নির্মাতা অনুপম চোপড়াকে ভারতীয় সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছে বলে একাধিক সূত্রে খবর পা্ওয়া গেছে। তবে তা অস্বীকার করেছে কর্তৃপক্ষ।

সেন্সর প্রধান পাহলাজ নিহালানির বরাত দিয়ে ডিএনএ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ছবিটিতে একটি দৃশ্য রয়েছে। যেখানে একইসঙ্গে নায়ক-নায়িকাকে রোমান্স করতে এবং নায়িকার বাবা-মাকে টিভিতে ধর্মগুরুর বাণী শুনতে দেখা যায়। সেটি নিয়েই মূলত আপত্তি। তবে বাদ দেওয়া নয়, দৃশ্যটির দৈর্ঘ্য কমানোর কথা বলা হয়েছে।আপত্তিকর ওই দৃশ্যটির দৈর্ঘ্য ৬৫ সেকেন্ড।

আনইন্ডিয়াতে আরো অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক ও গুলশান গ্রোভার। ছবিটি ১৯ আগস্ট মুক্তি পা্ওয়ার কথা।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh