logo
  • ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

রণবীরের সঙ্গে কাজ করতে চান না শ্রদ্ধা?

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৯ | আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৭
বলিউড শ্রদ্ধা কাপুর রণবীর কাপুর
শ্রদ্ধা কাপুর। ফাইল ছবি
সাহো ও ছিছেরো ছবির সাফল্যের পর বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের হাতে এখন অনেক কাজের অফার। বক্স অফিসে দীর্ঘদিন পর এমন সাফল্য শ্রদ্ধা কাপুরের কাছে এনে দিয়েছে অঢেল সুযোগ।

তবে শোনা যাচ্ছে সব সুযোগ কাজে লাগাচ্ছেন না অভিনেত্রী। পরিচালক লাভ রঞ্জনের নতুন ছবিতে অজয় দেবগণ ও রণবীর কাপুরের সঙ্গে তাকেও অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এই ছবির অফার নাকি ফিরিয়ে দিয়েছেন শ্রদ্ধা কাপুর। কিন্তু এই প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন তা নিয়ে বলিউডময় গুঞ্জন চলছে। কেউ বলছেন, রণবীরের সঙ্গে কাজ করতে চান না শ্রদ্ধা। কেউবা এবার বলছেন বেশি টাকার কাজ পেয়েছেন তাই অফার ফিরিয়ে দিয়েছেন।

শোনা যাচ্ছে, পরিচালক নীতেশ তিওয়ারির ৬০০ কোটি রুপি বাজেটের ছবিতে কাজের আগ্রহ দেখিয়েছেন শ্রদ্ধা। পৌরাণিক কাহিনী অবলম্বনে তৈরি এই ছবি নির্মিত হবে।

সাহো ও ছিছোরে-র পর নতুন ছবি স্ট্রিট ড্যান্সার থ্রিডি-র শুটিং শেষ করেছেন শ্রদ্ধা। পরিচালক রেমো ডিসুজা পরিচালিত এই ছবিতে শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে বরুণ ধাওয়ানকে। গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন প্রভু দেবা। ছবিটি ২০২০ সালের ২৪ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।

জিএ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়