logo
  • ঢাকা রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০ ফাল্গুন ১৪২৬

‘মায়াবতী’ সিনেমার পাশে ‘সাপলুডু’ টিম

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৫ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩৫
সাপলুডু, মায়াবতী,
এক নতুন ইতিহাস সৃষ্টি হলো। এমনটা সচারচর দেখা যায় না। এক ছবির প্রচারণায় দাঁড়ালো অন্য আরেকটি ছবির সদস্যরা। হ্যাঁ, প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ ছবিটি। আর এই ছবিটি দেখতে সিনেমা হলে হাজির মুক্তি প্রতীক্ষিত বহুল আলোচিত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ শিল্পী ও কলাকুশলীরা। 

শুধু ছবিটি তারা দেখলেনই না দর্শকদের আমন্ত্রণ জানালেন সিনেমা হলে। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ছবিটি দেখতে হাজির হন ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল, নায়ক আরিফিন শুভ এবং অন্যান্য কলাকুশলীরা।  ‘মায়াবতী’র পরিচালক অরুণ চৌধুরী ছাড়া আরও উপস্থিত ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরীও।

সিনেমা হলে প্রবেশের আগেই নায়ক শুভকে দেখে ভিড় করেন উপস্থিত তরুণ-তরুণীরা। এ সময় শুভ বলেন, আপনারা কি মায়াবতী ছবিটি দেখেছেন? আমি আজ ছবিটি দেখতে এসেছি আপনারাও দেখবেন। একজন ভালো পরিচালকের ভালো চলচ্চিত্র এটি।

উপস্থিত শুভ ভক্তদের অনেকেই এ সময় ‘সাপলুডু’... ‘সাপলুডু’ বলে চিৎকার করছিলেন। শুভ বলেন, আমার অভিনীত ‘সাপলুডু’ ছবিটি ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। এখন ‘মায়াবতী’ ছবিটি দেখুন। সাপলুডু মুক্তি পেলে সিনেমা হলে গিয়ে দেখবেন। শুভ নিজের ফেসবুক ফ্যান পেজ থেকেও ‘মায়াবতী’ ছবি দেখার আমন্ত্রণ জানান।

গোলাপ সোহরাব দোদুল বলেন, আমরা ‘সাপলুডু’ টিম আজ ‘মায়াবতী’ ছবিটি দেখতে এসেছি। আমরা ভালো ছবির পাশে আছি। দর্শকদের উদ্দেশে বলবো আপনারা সিনেমা হলে গিয়ে আমাদের নির্মিত চলচ্চিত্র দেখুন। আপনাদের উৎসাহ পেলে ভবিষ্যতে আরও ভালো চলচ্চিত্র উপহার দিতে পারবো।

নির্মাতা অরুণ চৌধুরী বলেন, আমার ভীষণ ভালো লাগছে। ‘সাপলুডু’ নির্মাতা, অভিনয় শিল্পীরা আমাদের সঙ্গে একসঙ্গে ছবিটি দেখতে এসেছেন। তারা দর্শকদের ছবিটি দেখার আহ্বান জানিয়েছেন। এটা অন্যরকম এক নজির হয়ে থাকবে। ‘সাপলুডু’ ছবির জন্যও অনেক অনেক শুভ কামনা রইল।

গেল ১৩ সেপ্টেম্বর তিশা ও ইয়াশ রোহান জুটির মায়াবতী ছবিটি মুক্তি পায়। ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুনা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুনসহ অনেকে।

এদিকে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সাপলুডু’মুক্তি পাবে আসছে ২৭ সেপ্টেম্বর। ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে। ছবিটি প্রযোজনা করেছেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এম/এমকে  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়